কবি
" তরুণ, ওগো তরুণ, আমার অস্থি দিয়ে বজ্র বাঁধবে না "
– জয়দেব বসু
কালো মানুষের কবি, তুমি কেন ফর্সা হয়ে জন্মালে !
দেশে দেশে, কালে কালে
বিবর্তনবাদীদের স্থান হয় না কোনও কূলে
রুগ্ন জীর্ণ শীর্ণ কঙ্কালসার
কালাহান্ডি থেকে তমসাচ্ছন্ন
আদিম অরণ্য আফ্রিকার
নিপীড়িত শোষিত বঞ্চিত যত অ-মানুষ
তাদের ভাষা কুঁড়ে, আকাশে ঝলসে ওঠা
আগুন ফানুস।
দিনে দিনে আশা পায়, ভাষা পায়
উড়তে উড়তে পুড়ে যায়, নিভে যায়
হতাশায় ডুবে যেতে যেতে, কালো রাত্রির বুকে
কেবলই যন্ত্রণা বাড়ায়, নির্বিকার সাইকোপ্যাথ
বিকারগ্রস্ত মানুষ মরে, কৃত্রিম আশার সুধা-সাগরে
ডুবে ডুবে, বিষপান করবে বলে l
কালো মানুষের কবি, তুমি কেনো ফর্সা হয়ে জন্মালে !
সে কি অমৃতের ভাষাসিন্ধু, তুলে আনবে বলে ?
বিরহকাতর দগ্ধ শরীরে, আকুলি-বিকুলি হৃদয় প্রেমের অন্তরালে
না-বলা কথা, না-ফোটা ভাষা
ক্ষণিকের তরে জেগে জেগে উঠে,মরে যাওয়া চাষা
বিরহী যক্ষ হৃদয়ের, যত আক্ষেপ
আত্মক্ষয় করে, জয়ের কেতন অভিনব জয়দেব
নবজাগরণের ভাষা গড়ে, পথের শেষে পথের অন্তরালে
অস্তিত্বের,সাঁকো জোড়ালে
কালো মানুষের কবি, আত্মাকে বিনাশ করে
অবিনশ্বর হয়ে গেলে।