Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মায়ের বুলি

একুশ আমায় শিক্ষা দিলো
রাখতে ভাষার মান, 
বুকের তাজা রক্ত দিয়ে
দিতে প্রিয় প্রাণ। 

বাংলা হবে রাষ্ট্রভাষা
মায়ের বুলির মতো,
রফিক শফিক সালাম বরকত
প্রাণ দিলো তাই কতো। 

ফেব্রুয়ারির একুশ এলে
শহীদ স্মৃতির পাতা মেলে
গাই তাদেরই গান,
কৃষ্ণচূড়ার শাখে দেখি
রক্তটা লাল হয় যে সে কি
অসীম তাঁদের দান। 

বাংলা আমার মায়ের ভাষা
শান্তি সুধার কতো আশা
তৃপ্তি আনে মুখে
প্রভাতফেরির মিছিল চলে
ভাষার প্রেমে আকাশ তলে
অন্তর ভরে সুখে। 

একুশ মানে লড়াই করার
শক্তি আনে প্রাণে,
অধিকারের আন্দোলনে
মুক্তির জয়গানে। 

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ