শিক্ষার বয়স নেই
শিক্ষার কোনো বয়স আছে ভাই?
শিখতে মোদের হবে
অলস হয়ে থাকব কেনো
শিখব মোরা কবে?
শিক্ষার কোনো বয়স চলেনা
জ্ঞানী গুণী বলে
ভালো কিছু শিখলে মনে
সুখের আলো জ্বলে।
শিখতে হবে জানতে হবে
আসবে পথে আলো
বই যে পড়তে হবে সবার
এটা অনেক ভালো।
শরম তোমার শিখতে কেনো?
বলতে তুমি পারো
যদি বেশি জানো তুমি
শিখতে হবে আরো।
শিখতে হবে জানতে হবে
চলো বই যে পড়ি
শিক্ষার আলো পেয়ে সবাই
সুখের জীবন গড়ি।