বসন্তের আগমন

এসেছে বসন্ত বেধেছে সুর
কোকিলের কণ্ঠ বড়ই সুমধুর।
ফুলের সুভাষ, মৌমাছির ঝাঁক
পাখিরা আকাশে দিচ্ছে ডাক,
ছুটে চল নবীন বসন্তের উল্লাসে
চার দিকে হই-হুল্লোড় চিৎকার ভেসে আসে!
এ কোন বসন্ত কেড়েছে মন,
উতলা হাওয়া করে শিহরণ।
রমণীর হাতে লাল গোলাপ ফুল
দেখেছে হৃদয় হয়েছে ব্যাকুল।