Skip to content

২২শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা

একটি রাতের বুকে হাজার দিনের পথ হেঁটে যায়
একঠোঙা সোনাস্মৃতি খিড়কিতে অপলক চায়,
বিরহী ডাহুক কাঁদে, সময়ের চোখে জল বেড়ে যায়
এতো জল কোথা থেকে আসে?
চোখের ভেতরে এক অন্ত:সলিলা নদী 'ভালোবাসা' ভাসে!

তুমি হয়তো এখন আগের মতন আর চাঁদ দেখো না,
শিমুলতলার টঙে দীঘির পারে আর বসো না
ঝর্নায় ভেসে যাওয়া পদাবলি আর আবৃত্তি করো না,
জলের জ্বালাতে তাই ডুবে যাওয়ার বড় ভয়,
অথচ ক্ষয়ের খেরোখাতা জুড়ে জয় আর জয়।

 
মনে করে দেখো যখন তোমার চোখ মুছে দিচ্ছিলাম বলেছিলে,
"কাঁদতেও বড় সুখ- কাঁদতেও ভালোবাসা লাগে"
তাহলে তুমিই বলো
ডাহুকের চোখভাঙা জলের জোয়ার কোন উৎস থেকে, একবার বলো! 
জানি, জবাব পাবো না আর।

জেনে রেখো, পাওয়ার চাইতেও
থাকার অনুভূতিতে বড় ভালোবাসা থাকে!
আসলে দূরের টান কিংবা বন্ধ্যাস্বপ্নগুলো
বাস্তবের চেয়েও অতি সুন্দর অতি সুমধুর!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ