আমার অহংকার
একুশ মানে অ আ ক খ
আমার বাংলা ভাষা
একুশ মানে শফিক রেখেছে
আমার মায়ের আশা।
একুশ মানে রফিকের দেয়া
তাজে সেই রক্ত
একুশ এলে হাওয়া দোলে
বর্ণ মালার অক্ষর।
একুশ মানে বায়ান্নার সেই
ভাষা আন্দোলন
একুশ এলে শিমুল পলাশ ফুটে
জব্বারের রক্তের ঘ্রাণে।
একুশ আমার একুশ তোমার
একুশ আমার অহংকার
একুশ এলে মনে পরে
রফিক শফিক বরকত জব্বার।
বাংলা মা গর্ব করে বলে
এই সন্তান আমার,
একুশ এলেই বাংলা মা বলে
এরাই আমার অহংকার।