ভাষার মাসে জানুন অন্য ভাষা শেখার গুরুত্ব

আজকাল আমাদের সবারই বিদ্যার ঝুলিতে সার্টিফিকেট নেহাত কম নেই। কিন্তু কারি কারি সার্টিফিকেট আর ভালো ফলের গর্ব থাকলে কি চলে? এত সব ভারী ভারী সনদ দিয়ে ঝুলিটি শুধু ভারীই হয়, সেই ভার বয়ে এগোনোর ক্ষমতা আর থাকে না। নিজেকে এগিয়ে রাখতে আপনার ঝোলায় আরও কিছু থাকা চাই। আর তার মধ্যে একটি হলো ভাষাজ্ঞান। নিজের ভাষাটা তো ভালো করে জানতেই হবে। এর সাথে আধুনিক বিশ্বে তাল মেলাতে হলে শিখতে হবে অন্য ভাষাও।
আমাদের মধ্যে বিদেশি ভাষা শিখতে না চাওয়ার গোঁড়ামিটা রয়েছে প্রকট। কিন্তু বিশ্ববাজারে চলতে হলে দরকার বিভিন্ন ভাষায় দক্ষতা। যে যত বেশি দক্ষ, তার এগিয়ে যাওয়ার সম্ভাবনা ততই প্রবল। তাইত আপনাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জাগাতে ভাষার মাসে আমাদের এই আয়োজন।
আন্তর্জাতিক ভাষা শিখতে বলা হচ্ছে, এর মানে এই নয় যে আপনাকে পৃথিবীর সব ভাষাই শিখতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষার কদর আপনি দেশেই দেখতে পাচ্ছেন। চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে দেখতে হচ্ছে ইংরেজির দাপট। এই দাপটের সামনে চুপসে না গিয়ে চোখে চোখ রেখে এগোতে হলে আপনার আয়ত্ত করতেই হবে ইংরেজি ভাষা।
এ তো গেল ইংরেজির কথা। পাশাপাশি, একটা তৃতীয় ভাষা যদি জানা থাকে, সেটাই হয়তো আপনাকে আরো এক ধাপ এগিয়ে দেবে সফলতার পথে। সময়-সুযোগ করে জাপানি, ফ্রেঞ্চ, চাইনিজ যেকোনো ভাষাই শিখে রাখতে পারেন। বিভিন্ন ভাষা শেখার মধ্য দিয়ে আপনার যোগাযোগের দক্ষতা বাড়বে। শুধু যে দেশেই এ-সব দক্ষতা কাজে আসবে, তা কিন্তু নয়।
অনেকেই জীবনের একটা পর্যায়ে প্রবাস জীবনে পাড়ি জমান। কেউ পড়াশোনার তাগিদে, কেউ আবার কাজের খাতিরে। তখন যদি আপনার ঝুলিতে থাকে কেবল বাংলা ভাষার জ্ঞান, নতুন পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খেতে হবে আপনাকে। কিন্তু আগে থেকেই যদি আপনার জানা থাকে ইংরেজি ভাষাসহ আরো কয়েকটি ভাষা, তখন আপনাকে আর পায় কে। সফলতার দিকে আপনি কচ্ছপ নয়, ঘোড়ার গতিতে এগোতে পারবেন।
এ-ছাড়া, ভাষা শেখার মধ্য দিয়ে আপনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়, দূতাবাসে, উন্নয়ন সংস্থায় ও বহুজাতিক ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ পাবেন। শুধু কি তাই, নিজেকে আরো জ্ঞানী করে তুলতে পারবেন এই ভাষা শেখার মধ্য দিয়ে। বিভিন্ন ভাষা জানলে আপনি ওই-সব ভাষায় জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের বিভিন্ন বিষয় জানতে পারবেন। আপনি নিজের দেশকেও বহির্বিশ্বে তুলে ধরতে পারবেন।
এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে আর কোন কোন ভাষা শেখা যায়। এ-ক্ষেত্রে প্রথমেই বলব, যে ভাষা বা দেশের প্রতি আপনার আগ্রহ বেশি,সেখানকার ভাষা শেখা আপনার জন্য অগ্রাধিকার পেতে পারে। এ-ছাড়া, বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে ভাষা নির্বাচন করা উচিত। ইংরেজির পরে বর্তমান বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ভাষা হলো ফরাসি, স্প্যানিশ, জার্মান, আরবি, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, হিন্দি, পর্তুগিজ, ইতালিয়ান ইত্যাদি। এবার নিজেকে কোন কোন ভাষায় দীক্ষিত করবেন, সেটা অবশ্যই আপনার ব্যাপার। তবে অন্য ভাষা শেখার সুফল যে কতটা, তা নিশ্চয়ই বোধগম্য হয়েছে।