ফাগুন মাস
ফাগুন মাসে শিমুল পলাশ
রঙিন করে বন,
ভাই হারানো দুখের ডালি
দহন করে মন।
মায়ের বুকে কষ্টগুলো
চোখে আনে জল,
ঘাসের উপর শিশির বিন্দু
দুঃখে টলমল।
রক্তমাখা গোলাপগুলো
বর্ণ হয়ে ফোঁটে,
শোকে গাঁথা শহীদ মিনার
বুকের ভিতর ওঠে।
ফাগুন হলো কাব্য কথার
নীল বেদনার ভাষা,
মায়ের মুখের মিষ্টি কথা
স্বরূপ জাগা আশা।
রক্তে ভেজা বর্ণমালা
শহীদ ভাইয়ের দান,
ফাগুন আমার মায়ের ভাষা
গর্বে ভরা প্রাণ।