রামশালিক দেশে

রামশালিকের দেশে জন্ম
ভালো লাগে তাই,
খুঁজে পেলে পাখির পালক
শান্তি মনে পাই।
ডানা মেলে রামশালিকে
ওড়ে মনের সুখে,
হাজার স্বপ্ন জমা রাখে
ওরা আপন বুকে।
রামশালিকের মতো উড়তে
পারতাম আমি যদি,
উড়ে উড়ে দিতাম পাড়ি
পদ্মা, মেঘনা, নদী।
কাব্য কবির প্রকাশ: ৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:৪৩ পিএম
রামশালিকের দেশে জন্ম
ভালো লাগে তাই,
খুঁজে পেলে পাখির পালক
শান্তি মনে পাই।
ডানা মেলে রামশালিকে
ওড়ে মনের সুখে,
হাজার স্বপ্ন জমা রাখে
ওরা আপন বুকে।
রামশালিকের মতো উড়তে
পারতাম আমি যদি,
উড়ে উড়ে দিতাম পাড়ি
পদ্মা, মেঘনা, নদী।