বাংলা ভাষা
বিশ্বজুড়ে বাংলা ভাষার
তোলো না যে নাইরে
আপন-মনে বাংলা ঢোলে
কত্ত যে গান গাই রে।
আমার মায়ের ভাষা শত-
ভাইয়ের রক্তে কেনা
সারা জনম আছি যে তাই
তাদের কাছে দেনা।
ফেব্রুয়ারির একুশ এলেই
শ্রদ্ধা জানাই ফুলে
যাদের চাওয়ায় মুক্ত হওয়ায়
কথা বলি খুলে।