শূন্যে, করতলে
ঠোঁটের ওপর যদি রাখি ঠোঁট
একচিলতে কুয়াশা হয়ে যায় আগুন।
পাতা সরিয়ে খুঁজে নিতে পারি আখরোট
বালুতটে যদি, শুষে নিতে দাও নুন।
অমাবস্যার আলো দেখেছো, উনুনে কেমন জ্বলে
জ্যোস্না ভেজা, আঁধার নেমে আসে, শূন্যে, করতলে।
তোমায় আমি ভর করে নিতে পারি, আমায় করো ধারণ
আমায় তুমি ছুঁড়ে ফেলে দিতে পারো, যেভাবে নিরাবরণ।
ফুল আর পাখি, ভিজে ভিজে থাকে, ভাঁজে ভাঁজে, কুয়াশায়
আমরা একটা গাছ, ডালপালা মেলে, চোখ কান খুলে
বিদ্ধ তীরন্দাজে, মননে বাকল জড়ায়।