Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বপ্নের সোপান

স্বপ্ন দেখি স্বপ্ন ভাঙে
আবার দেখি, তারপরও ভাঙে।
স্বপ্ন ভঙ্গের কালরাতে হাজারো 
হাঙ্গরের সাথে যুদ্ধ করি অনবরত!  

তবুও স্বপ্ন দেখার সাধ শেষ হলো কই?
নির্জন নিরালা বসে আজও সেই
পথ চেয়ে রই। আশায় থাকি আসবে বলে
নতুন সূর্যের সোনালী প্রভাত। 

 

তবুও ভয় হয়: এবারের বজ্রপাতে না জানি 
নিষ্ফলা করে দেয় আমার আবাদি জমি। 
আমাকে ভুঁইয়ের পরে মাথা তুলে দাঁড়াতে 
দেবে না হয়তো।

খরা সুদ এনে চাষ করেছি
এবারের ধানি জমি। 

 

জমির আবাদ নষ্ট হয়, আবার বীজ বপন 
করি, ফলে যদি সুফলা ফসল।

কৃষকের বুকফাটা আর্তনাদ দেখার কেউ নেই।

 

আবার যখন অকাল বন্যায়
নষ্ট হয় সমস্ত ফসল। আকাশের 
দিয়ে তাকিয়ে থাকি, চোখ থেকে 
মনের অজান্তেই জল এসে যায়। 

 

তারপরও স্বপ্ন দেখি, বাঁচতে শিখি, 
চাষবাস করি; কখনো ভালো,
কখন মন্দ, কখনো নানা দ্বিধা-দ্বন্দ্ব। 

সত্যি, স্বপ্নই আমাকে বাঁচিয়ে রাখে,
এমন কি, মানুষ ততদিনই এই পৃথিবীতে 
বাঁচতে চায়: যতদিন তার স্বপ্ন বেঁচে থাকে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ