শীতের হাওয়া
শীতের হাওয়া লাগলে গায়ে
ঠাণ্ডা ঠাণ্ডা লাগে,
শীতের ভয়ে খুব সকালে
ঘুম থেকে কেউ জাগে?
শীতের হাওয়া দেয় বাড়িয়ে
শীতের প্রকোপ দেশে,
লেপ-কম্বল দিলেও গায়ে
ঠাণ্ডা উঠে হেসে।
শীতের হাওয়া লাগলে গাছে
হলুদ পাতা ঝরে,
হাওয়ার তালে রবিশস্য
মজার খেলা করে।
শীতের হাওয়া লাগলে ফুলে
ছন্দে-ছন্দে দোলে,
পৌষ-মাঘে শীতের হাওয়া
রয় না মায়ের কোলে।