বেকার সমস্যা
বেকার সমস্যাটা বাড়ছে বাংলাদেশে দিন দিন,
বেকার যারা কষ্টে বুকটা করে তাদের চিনচিন।
শিক্ষিত লোক চাকরি পায় না অনার্স, মাস্টার্স পাস,
বেকার হয়ে বসে থাকে কাটে ঘোড়ার ঘাস।
চাকরি পায় না এই কারণে কারো চোখে জল,
গুমরে গুমরে কাঁদে কেউ কেউ হারিয়ে মনোবল।
বেকার যারা জীবন তাদের পাহাড় সমান বোঝা,
সমাজেতে চলা কঠিন জীবনটা নয় সোজা।
এই ব্যাপারে সরকার রাখুক সুনজরে দৃষ্টি,
কর্মসংস্থান করা হোক তাদের জন্য সৃষ্টি।