নীল ভ্রমরার মুখে
ভ্রমরেরা যেতে যেতে লাটখাওয়া ঘুড়ির মতো গড়িয়ে পড়ে পথে
আমাদের যৌবনে লেখা প্রেমপত্রগুলো থাকে বুকপকেটে।
আমাদের কারো সাথে কারো দেখা হয় না কোনোদিন
পত্র লেখায় সার, জীবন বে রঙিন।
ভ্রমরেরা মাঝে মাঝে বিষাদের ট্যাবলেট নিয়ে আসে
ক্ষণিক ফুর্তি ক্ষণিক মনমরা লুটিয়ে পড়ি ঘাসে ঘাসে।
আমাদের বাঁধানো ছবি, বাঁধানো প্রেম বাতাসে দোল খায়
ভ্রমরেরা পুড়ে মরবে বলে, আমাদের বাঁচতে শেখায়।
নীল ভ্রমরার মুখে সাদা চিঠি হরফ আঁকাবাঁকা
দেখা হবে একদিন, একদিন হবে, এভাবে ফুরিয়ে আসে জীবনের যত লেখাজোখা।