গাঁয়ের মাটি

আদর মাখা গাঁয়ের মাটি
আর কোথাও নাই,
গাঁয়ের ধুলোমাটির গন্ধে
স্বর্গেরই সুখ পাই।
সুখ ও দুঃখের কথাগুলো
মাটির কাছে কই,
শহর থেকে ফিরলে গাঁয়ে
আনন্দে হইচই।
বাড়ি আমার বরগুনারই
জাকির তবক গাঁ,
গাঁয়ের মাটি তুই আমারে
আদর দিয়ে যা।
কাব্য কবির প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২২, ০৪:৩৯ পিএম
আদর মাখা গাঁয়ের মাটি
আর কোথাও নাই,
গাঁয়ের ধুলোমাটির গন্ধে
স্বর্গেরই সুখ পাই।
সুখ ও দুঃখের কথাগুলো
মাটির কাছে কই,
শহর থেকে ফিরলে গাঁয়ে
আনন্দে হইচই।
বাড়ি আমার বরগুনারই
জাকির তবক গাঁ,
গাঁয়ের মাটি তুই আমারে
আদর দিয়ে যা।