ছোটবেলা
আহ! ছোটবেলা,
কাটে ক্ষণ ঘুরেফিরে
পাঠে অবহেলা।
শুধু ছোটাছুটি,
অযথাই খুনসুটি
কতো ভুলত্রুটি।
নেই টেনশন,
আড্ডায় রয় মন
কাজে ঠনঠন।
ভাবি মহারাজা,
অন্যায়ে দেই সাজা
রই তরতাজা।
আজ বহুদূরে,
স্মৃতিগুলো সুরে সুরে
বাজে হৃদপুরে।
হাসু কবির প্রকাশ:
আহ! ছোটবেলা,
কাটে ক্ষণ ঘুরেফিরে
পাঠে অবহেলা।
শুধু ছোটাছুটি,
অযথাই খুনসুটি
কতো ভুলত্রুটি।
নেই টেনশন,
আড্ডায় রয় মন
কাজে ঠনঠন।
ভাবি মহারাজা,
অন্যায়ে দেই সাজা
রই তরতাজা।
আজ বহুদূরে,
স্মৃতিগুলো সুরে সুরে
বাজে হৃদপুরে।