কৃষ্ণচূড়া সাক্ষী
টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফাল্গুন মাসে ফোটে,
দেখলে আমার মন পাখিটা হঠাৎ কেঁদে ওঠে।
কেঁদে ওঠার কারণ তোমরা জানতে যদি চাও,
বায়ান্নরই ইতিহাসটা সবাই জেনে নাও।
বাংলা ভাষার জন্য শত মায়ের দামাল ছেলে,
বুকের তাজা রক্ত দিলো সড়কপথে ঢেলে।
শহীদ ভাইদের রক্ত ছিলো ফুলের মতো লাল,
রক্তের সাক্ষী হয়ে আছে কৃষ্ণচূড়ার ডাল।