Skip to content

পৌষ পার্বণ

পৌষ পার্বণ

মাঠের ধান হয়েছে তোলা 
বেশ কিছুদিন আগে,
নতুন চালের পিঠা খেতে
ইচ্ছা মনে জাগে।

পৌষ মাস শেষের দিকে
শীত পড়েছে বেশ,
বাংলার প্রতি ঘরে আজ
উৎসবের রেশ।

মজার স্বাদে প্রাণ ভরে
খুশিতে ভরে মন,
বছর ঘুরে আসে আবার
পিঠার পার্বণ।