খোলসের ওপরে আর ভেতরে
আমার মুখোমুখি আমি শূন্যে হারাই
তোমার সামনে দাঁড়ালে, শতচ্ছিন্ন, ভাঙা আয়নায়
পাথর ভাঙতে ভাঙতে প্রতিদিন, হাড়গোড় ভেঙে
চুপ মেরে বসে থাকি, নিজেকে হ্যাঙারে টাঙিয়ে।
দুলন্ত খোলস থেকে ধুলো ঝেড়ে ঝেড়ে পড়ে
আমার পৃথিবী কি তবে, ধুলোবালিহীন, অনেক ওপরে ?
আজ তবে মেঘ হই, কাল হই বৃষ্টি
নিজের ভেতরে জমাট বাঁধা মাটি, কান্নার সৃষ্টি।
সৃষ্টি কি মুক্তি তবে, কামনা-বাসনা
নিজেকে কুড়তে কুড়তে যেমন বেড়ে চলে যাতনা
দুঃখ তোমার বুকে সাঁতরে সাঁতরে আমি, তোমারে পেরোতে চাই
যতদূর যাই, নিজেকে হারাই
দেখি, তুমি ছাড়া কোথাও কোনো মুক্তি নাই, স্বাধীনতা নাই।