Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আমার হলুদ পাখি

আমাকে মুক্ত করো চির অন্ধকারে,
পচা দুর্গন্ধের  মারণ প‍্যাঁচে।
আমায় কি সবুজের আস্তরণ দেবে?
আমার নিঃশ্বাস-প্রশ্বাসের প্রাণবায়ুতে।

 

আমার সবুজের সেই ছোট্ট গ্রামে
হলুদ পাখিটা কি প্রাণভরে ডাকে?
যন্ত্র দানবের তীব্র অহংকারে,
আমার গ্রাম আজ মরুভূমি হয়ে গেছে।

 

দেখো দূষণের দুর্গন্ধে যন্ত্র দানব হাসছে,
সবুজের প্রাণক্ষেতে বনানী কি বাঁচবে?
আমার সবুজের সেই ছোট্ট গ্রামে
হলুদ পাখিটা কোথায় হারিয়ে গেছে!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ