Skip to content

২রা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

নিম্নমধ্যবিত্ত

হৃদ পুড়ে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে
ক্ষুধার দূত দাঁড়িয়ে থাকে দরজার কার্নিশে,
জীবনযুদ্ধে জয়-পরাজয় মুদ্রার এপিঠ-ওপিঠ‌,
আত্মপ্রত্যয় আত্মরক্ষায় আর্তচিৎকারে নির্গত দীর্ঘশ্বাস! 

 

প্রতিদিন সমন্বয় হয় হাসি-কান্না, সুখ-দুঃখের
সভ্যতার আড়ালে মুখ লুকিয়ে অস্পষ্ট ক্রন্দন,
স্বপ্ন দেখে মন সঞ্চিত বাসনার অস্ফুট আল্পনায়,
চাওয়া-পাওয়া, তৃপ্ত-অতৃপ্ত খেলা নিম্নমধ্যবিত্ত'র চলা।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ