ঘর

আমায় তুমি বিষাদ নামে চেনো
বেঁধে রেখেছি এক মৃত্যুর ঘর
মুক্তি যদি ছিনিয়ে আনতে পারো
থাকবে তবে আগুন-রঙা দিন।
ঠিকানা আমার হারিয়ে ফেলোনা যেন
আপন ভাবলে আপন, পর ভাবলে পর
এই অবেলায় হাতটি না-হয়, শক্ত করে ধরো
জলের কোনও রং থাকে না যেমন
ঢেউয়ের মতো রঙিন।