বিজ্ঞ বিড়াল
বিজ্ঞ বিড়াল বলছে কথা
দিচ্ছো কেন ঝাঁটা?
তোমরা খাবে মাছে ভাতে
আমার শুধু কাঁটা!
আমার কি আর তোমার মতো
মাঠে ফসল ফলে,
জীর্ণশীর্ণ বস্ত্র পরে
থাকি গাছের তলে।
পাহারা দেই ঘুমাও যখন
নিশিরাতের কালে,
যে তোমারে আঘাত করে
থাপ্পড় মারি গালে।
আমার এমন কঠোর শ্রমে
সুখী হলে তুমি,
প্রতিবছর জমি কিনে
চাষ করালে ভূমি।
তবু আমি ক্ষুধার জ্বালায়
যাবো কেন মরে?
বিবেক চক্ষু খোলে তুমি
দেখো লক্ষ্য করে।