ভালোবাসাহীন মানচিত্র
একটু সামনে গিয়ে
আবারো পেছনে তাকাই,
যতদূর চোখ যায়
তোমাকে দেখতে শুধু পাই।
তারপর চলে যাই
দূরে বহুদূরে, আরো দূরে
রৌদ্রের সিঁড়ি বেয়ে সূর্যের দেশে
সোনার হরিণ যদি পাই!
বহুদিন পরে নাড়ির টানে
ফিরে এসে দেখি তুমি নাই,
অবশেষে একা
স্মৃতিগুলো আমের তকতি হয়ে
কাঁচের বৈয়ামে নিল ঠাঁই।
নাই, কোথাও একটু ভালোবাসা নাই
না আকাশ, না মাটি,
মুখে হাসি রেখে তবু হৃদয়ে বেদনা লুকাই।