ফিরে এলেন নেতা
চারিদিকে লাশের গন্ধ
বাতাসেতে ভাসে
বন্দী শেষে নেতা সবের
ফিরে দেশে আসে।
রাস্তা-ঘাট ভাঙা- চুড়া
ঘর বাড়ি সব ছাই
দেশ মাতারই সূর্য সন্তান
অনেকেই আজ নাই।
ধৈর্য ধর ভাই সাবেরা
আঁধার কেটে যাবে,
বললেন নেতা,'ভরসা রাখ
আলোর দেখা পাবে'।
আহমাদ কাউসার প্রকাশ:
চারিদিকে লাশের গন্ধ
বাতাসেতে ভাসে
বন্দী শেষে নেতা সবের
ফিরে দেশে আসে।
রাস্তা-ঘাট ভাঙা- চুড়া
ঘর বাড়ি সব ছাই
দেশ মাতারই সূর্য সন্তান
অনেকেই আজ নাই।
ধৈর্য ধর ভাই সাবেরা
আঁধার কেটে যাবে,
বললেন নেতা,'ভরসা রাখ
আলোর দেখা পাবে'।