ইন্দুবালার শীত
ইন্দুবালার পেটে জ্বালা
খেতে পায় না রোজ
ভিক্ষে করে আনে যাহা
তাহাই করে ভোজ।
হিমেল হাওয়া করছে ধাওয়া
গাঁয়ে ছেড়া বস্ত্র
খড়কুটোর আগুন যে তার
শীত তাড়াবার অস্ত্র।
ছোট্ট ঘরে থাকেন তিনি
খড়ের চালা দুটো
পুবের ভেড়া ভাঙা পুরো
চালা একটা ফুটো।