ফিরিঙ্গিদের অত্যাচার
পরাধীনতার কষ্ট তোমরা কি বুঝবে
জন্ম হয়ে দেখেছো স্বাধীনতার মুখ
পরাধীনতার কষ্ট তোমাদের করেনি স্পর্শ।
জন্মের সাথে সাথে পেয়েছো
মাথা গোঁজার ঠাঁই
জন্মের সাথে-সাথে পেয়েছো
নিজের মাতৃভাষায়
স্বাধীনভাবে কথা বলার অধিকার
জন্মের সাথে সাথে পেয়েছো
স্বাধীন রাষ্ট্রে উন্মুক্তভাবে চলা-চল করার
নিরাপত্তা।
আমরা দেখেছি পরাধীন হয়ে থাকাটা কত কষ্ট
ঘরহীন ভূমিহীন হয়ে ঘুরেছি পথে-প্রান্তরে
রিফুজি হয়ে, ক্ষুধার জ্বালায় কত কষ্ট করেছি।
একটি রুটির আশায় পথ চেয়ে ছিলাম
সকাল হতে রাত্রি
ক্ষুধার জ্বালায় শিশুর কান্না
বুকের মাঝে বিধতো সুয়ের মতো।
ক্ষুদিরামের মত কতজন
হয়েছে বলিদান এই মাটির বুকে নীরবে
ফিরিঙ্গিদের অত্যাচারের
তবুও দাবিয়ে রাখতে পারেনি
নিজেদের অধিকার আদায়ে থেকে।