পথিক
একলা পথে
যাচ্ছি আমি।
দূর বিদেশে,
ঘুরবো আমি
অচিন দেশের
ঠিকানায় দিলাম পাড়ি।
সঙ্গে আমার কলা,রুটি!
খাচ্ছি যাচ্ছি
নির্ভেজাল আমি।
দেখছি ঘুরে প্রকৃতি
পাখ -পাখালির ডাকাডাকি"
মুগ্ধ হলাম এবার বুজি!
শীতের আমেজ
জমছে এবার!
অতিথি পাখির
মেলা বসায়।
এবার চলি নদীর পথে,
চর পড়েছে নদীর গায়ে!
হাঁটু জ্বলও মেলে না
নদীর এখন নাই ঠিকানা।
এবার চলি গ্রাম বাংলা
মাঠে মাঠে গরুর মেলা।
কিন্তু যায়না শোনা
রাখালের সেই বাঁশির সুর!
এবার তবে বিদেশ না যাই
সবুজ – শ্যামল বাংলা
যদি খুঁজে না পাই।
দেশের তরে দেশের মাটি
মন চায় ঘুরে দেখি
পথে পথে ঘুরে আমি
জ্ঞান সাধনায়
দিলাম পাড়ি।