শীত সকালে

পৌষের শীত সকালে
কুয়াশার চাদরে,
সূর্য্যি মামা উকি দিয়ে
লুকায় গিয়ে আদরে।
হিম-হিম বায়ুতে
দুষ্ট ছেলের দলেরা
ডাংগুলি আর গুল্লি নিয়ে
ছুটে চলে সাদরে।
আমি আমরা সবাই মিলে
কাপি যখন থর-থর
দুষ্ট ছেলের দলেরা
ছুটে চলে হর-হর।
শীতের এই সকালে
সবাই মিলে লুকাই গিয়ে
লেপ তোশক আর চাদরে ।