কিছু শূন্যতা
আজ মন ভালো নেই,
কারো কোথাও সাড়া নেই,
কেউ আর ফিরে চায় না ।
শুন্য এই ঘরে, পরে আছি কোণে
কতোকাল থাকবো আর জানি না
আজ দুঃখ ছুঁয়েছে আমাকে,
কেউ নেই খোঁজ নেওয়ার মতো
শুধু শূণ্যতার এই দীর্ঘনিশ্বাস আর দীর্ঘ পদধ্বনি।
এই শূন্য বারান্দায় ভাঙ্গা চেয়ারে বসে আছি একা।
কেউ আর দেখে না এই শূন্য আমি টাকে
এ কি শাস্তি দিচ্ছো খোদা আমাকে
এভাবে কি বেঁচে থাকা যায় !
তবু মানুষ আজ বেঁচে থাকতে চায়
শুধু হাহাকার আর কিছু শূন্যতায়।