মনুষ্য রূপ
হাঁটতে তো সবাই পারে পথ চিনে ক'জন?
সম্পর্কে খুঁজে দেখ কারা তোমার স্বজন!
উপদেশ দিতে জানি, নিতে জানি ক'জন?
চেনা মুখ অচেনা কথায় হয়ে যায় দুর্জন।
সবার দোষ খুঁজে নিই নিজের দোষ নাই!
সরলতার সুযোগে আমরা সাধু হয়ে যাই।
এই জগতে কষ্ট বেশি মানুষ চিনতে পারা
ভালো মানুষ খুঁজতে তাই হচ্ছি দিশেহারা।
তুমি মানুষ? সেটা তুমি চরিত্রে প্রমাণ কর
ভালো কাজ করে তবেই মনুষ্য রূপ ধরো।