নতুন বছর বরণ

পুরনোকে ধুয়ে মুছে
নতুন বছর বরণ,
ফেলে আসা স্মৃতিগুলো
মাঝে মাঝে স্মরণ।
রাতের বেলা আকাশেতে
উড়াই সবে ফানুস,
ফুর্তি আছে অন্তরেতে
আমরা রঙের মানুষ।
আনন্দটা সবার মনে
হয়ে ফোটে ফুল,
সবার সাথে কোলাকুলি
করি না কেউ ভুল।
কাব্য কবির প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৩:০৯ পিএম
পুরনোকে ধুয়ে মুছে
নতুন বছর বরণ,
ফেলে আসা স্মৃতিগুলো
মাঝে মাঝে স্মরণ।
রাতের বেলা আকাশেতে
উড়াই সবে ফানুস,
ফুর্তি আছে অন্তরেতে
আমরা রঙের মানুষ।
আনন্দটা সবার মনে
হয়ে ফোটে ফুল,
সবার সাথে কোলাকুলি
করি না কেউ ভুল।