নতুন বইয়ের গন্ধ
বছর শেষে আবার আসে
ফিরে নতুন বছর,
নতুন বই পেয়ে খোকার
গন্ধে ভরে ঘর।
নতুন বই হাতে পেয়েই
খুশিতে মন ভরে,
দৌড়ে আসে সে এক ছুটেই
হাওয়ায় উড়ে উড়ে।
মধুর ঘ্রাণে নতুন বই
প্রতিটা পাতা ভরা,
হাতে পেলেই নতুন বই
মন আত্মহারা।
নতুন বইয়ে পড়তে বসে
খুশি সকাল সাঁঝে,
পড়ায় পড়ায় মন ভরে
প্রতি পাতার ভাঁজে।