স্বপ্নের চাষাবাদ
সহস্র রঙিন স্বপ্নে বিভোর নব্য স্বপ্নচাষী
সদ্যই বীজ বোনে কত স্বপ্নের?
অঙ্কুরিত দুটি পাতা বাড়ে ক্ষণে ক্ষণে
প্রতিনিয়ত জল দেয় স্বপ্নের গোঁড়ায়।
ক্রমান্বয়ে ডালপালা সমেত বাড়ন্ত স্বপ্নবৃক্ষ
কখনো আগাছা এসে জন্মায় ওর তলে
বেজায় বাধ সাধে ওর উদ্ধত গতিপথে
বিঘ্নিত বৃদ্ধি চলমান পুনরায় নিড়ানিতে।
কত শত আঘাত, ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে
ক্রমশ ওরা যৌবন বর্ষে পদায়ন করে
ফলবান পূর্ণ স্বপ্নবিটপের পূর্ণতা পায়
মধুময় অমৃতসম স্বপ্নফল আসে ঘরে।