Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বড়দিনের ছড়া

ডিসেম্বরের পঁচিশ তারিখ
বড়দিন এলো ঘরে,
উপচে পড়ে খুশির জোয়ার
আনন্দ না ধরে।

 

গির্জায় গির্জায় লেগেছে কত
রঙিন রঙের বন্যা,
সাজসজ্জ্বার খুশিতে সব
হয়েছে যে অনন্যা।

 

সান্তাক্লজের আগমন হয়
মধুময় স্বপ্নে,
অনেক অনেক উপহারে তাই
খুশি ধরেনা মনে।

 

মজার মজার কেক চকোলেট
সাথে ঘুরতে যাওয়া,
প্রভু যিশুর জন্মদিনে বইছে
আনন্দের হাওয়া।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ