ছিন্নমূল মানুষ
সন্ধ্যা নামার সাথে সাথে বেড়ে গেলে শীত
পথের ধারে ঘুমায় যারা কাঁপে তাদের হৃদ।
পাতলা কাপড় গায়ে দিয়ে কাটায় ওরা রাত
ক্ষুধার সময় পায় না খেতে দু'মুঠো ডাল-ভাত।
টাকার শহর দেয়নি ওদের একটুখানি সুখ
শীতের ছোঁয়ায় শুকিয়ে গেছে ওদের সোনামুখ।
দেখতে চাই না ওদের মতো দুঃখীলোকের দল
ওদের কথা বলতে গেলে চোখে আসে জল।
ছিন্নমূল এই মানুষগুলো তোমার আমার ভাই
ওদের জন্য সবার কাছে একটু দয়া চাই।
ভালোবেসে সাধ্যমতো হাত বাড়িয়ে দিই
শীতের দিনে আসুন ওদের কাছে টেনে নিই।