আমার বন্ধু
দেশকে যারা বুকে রাখে
তারা আমার সঙ্গী হয়
আমার কাছে কোনোকালেই
দেশের উপর তারা নয়।
ধর্মবাণী বুকে যাদের
সফল তারা জীবনভর
খোদার পথে চলে যারা
তারাই আমার বন্ধুবর।
সত্য থাকে যাদের মনে
তাদের কভু হয় না ভয়
খোদার প্রিয় বান্দা বলে
চিরসুখে তারাই রয়।