প্রতিদান

বরং এই কথাটায় থাক
আজ থেকে আমরা কেউ আর কারো সাথে
কোনরকম যোগাযোগ করার চেষ্টা করবো না
আর যদি করি
পরস্পরের জন্য উপহার পাঠাবো
এক মোড়ক করে বিষ
নোট লিখে রেখে যাবো-
মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
তবে পরস্পরের পাশে যেন আমাদের সমাহিত করা হয়
রাজীব চৌধুরী প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ০২:০৮ পিএম
বরং এই কথাটায় থাক
আজ থেকে আমরা কেউ আর কারো সাথে
কোনরকম যোগাযোগ করার চেষ্টা করবো না
আর যদি করি
পরস্পরের জন্য উপহার পাঠাবো
এক মোড়ক করে বিষ
নোট লিখে রেখে যাবো-
মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
তবে পরস্পরের পাশে যেন আমাদের সমাহিত করা হয়