সোনালী সকাল
সূর্য উঠে পুব আকাশে আঁধার করে দূর,
ধরার বুকে যায় খুলিয়া রঙিলা এক দোর।
পাখপাখালি-তরুলতা পায় ফিরিয়া প্রাণ,
শিস বাজিয়ে দোয়েল করে সুরে সুরে গান।
ঘাসের ডগায় শিশির কণার স্নিগ্ধতায় হায়
মনটা শুধু চায় হারাতে রূপের অজানায়!
মিষ্টি রোদে ফুলও ফোটে ঘরের আঙিনায়,
লাঙল কাঁধে কৃষকেরা মাঠের পানে যায়।
এমন সোনার সকাল আহা! মুগ্ধ করে বেশ
সোনার মত দেয় ছড়িয়ে সোনালী আবেশ।
ঠিক যেন এক রঙিন ছবি পক্ব হাতে আঁকা,
নেই কমতি রূপের কোনো উপমাতে ঢাকা!
আলোয় ভরা ভুবন এ যে সোনালী সকাল,
এই রূপেতে মগ্ন এ-মন হয়েছে উন্মাতাল।
পাখি ডাকা বৃক্ষে ঢাকা গ্রামখানি আমার,
সকাল হলে দেখি আহা মুক্ত রূপের বাহার!