দুরন্ত বিস্তার
স্মৃতির মলাট উল্টে সুগন্ধি লোবান ঘুম
তিলফুলের পাতায় ব্যথা জমে তিলতিল।
দখিন হাওয়ায় দূরে শিউলি তলায় ঝ'রে
শিশিরের দীর্ঘরাত।
শুধু বয়ে যায় একা
দিস্তাদিস্তা কফিনের কাফেলায় চুপচাপ।
গভীর আন্ধাররাত চামেলির রঙে ভাসে
বেলি ফুলের সুবাস কবরের পর।
আর, বিষণ্ণ ব্যকুল ঘোরে সব স্মৃতির মলাটে
রেখে দেই কৃষ্ণচূড়া, হাসনাহেনার সাপ
শীতল রেলের পাত;
যেমন- গন্তব্যহীন
একাই চলেছে মৃত্যু, ঈশ্বরের অভিমুখে
তবুও মলাট জুড়ে স্বর্গিক প্রচ্ছদ পর
হায়ারোগ্লিফিকে লিখে রাখি মৃত্যুর এপিটাফ।