ছুঁয়ে থাকো
তুমি আমাকে ছুঁয়ে থাকো তরুলতার মত,
সে যেমন ছুঁয়ে থাকে বৃক্ষের খসখসে বুক ।
তুমি আমাকে ছুঁয়ে থাকো নীল অন্তর্বাস মত,
সে যেমন ছুঁয়ে থাকে পরম উষ্ণ কামুকতায়।
তুমি আমাকে ছুঁয়ে থাকো শিশির বিন্দুর মত,
সে যেমন ছুঁয়ে থাকে মৃত্তিকার কোমল বুক।
তুমি আমাকে ছুঁয়ে থাকো আমন ধানের মত,
সে যেমন ছুঁয়ে থাকে কৃষকের সবুজ মন।
তুমি আমাকে ছুঁয়ে থাকো পড়ার বইয়ের মত,
সে যেমন ছুঁয়ে থাকে তোমার সুডৌল বুক ।
তুমি আমাকে ছুঁয়ে থাকো সুখ পাখিটার মত,
সে যেমন ছুঁয়ে থাকে তোমার পেলব নগ্ন পা।