Skip to content

২৪শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৯ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

দেশ জেগেছে

দেশ জেগেছে দেশ জেগেছে দেশ জেগেছে
বারুদের ফুলকি থেকে দেশ জেগেছে
বুকে বুকে উল্কি থেকে দেশ জেগেছে। 

 

রক্তে রক্তে শিরায় শিরায় তুর্কী নাচন
মরণ-বাঁচন লড়াই করে দেশ জেগেছে
দেশ জেগেছে দেশ জেগেছে দেশ জেগেছে
দিকে দিকে ফুল পাখিদের ঘুম ছুটেছে
নদীর সাথে স্রোতের ধারা মিল জুটেছে। 

 

ভাই হারানো অশ্রুধারা,বোনের শপথ
পথে পথে অগ্নিবরণ শঙ্খাহরণ দুর্জয় রথ, বেগ ধরেছে
দেশ জেগেছে দেশ জেগেছে দেশ জেগেছে
খুন ঝরানো ঘুণ ঝাড়ানো শোকের জ্বালা
হাতের শেকল পায়ের শেকল বন্দী তালা। 

 

মার খেতে খেতে, মারের পিঠে মার দিতে আজ
মাটির বুকে রক্ত আঁচড়, প্রাণ দেগেছে
দেশ জেগেছে দেশ জেগেছে দেশ জেগেছে
রণ হুঙ্কার জয় ডঙ্কার শঙ্খ নিনাদ
বাদ-প্রতিবাদ ঘাত-প্রতিঘাত মুক্ত-কেতন। 

 

মুক্তি ডোরে, একাত্তরে মুক্তি বীণা 
অগ্নিদহন,আঁধার কালো ঘুচবে বলে আশার আলো,বাঁধ ভেঙেছে
দেশ জেগেছে দেশ জেগেছে দেশ জেগেছে
মাঠে মাঠে ঘাটে ঘাটে প্রাণের ভেতর প্রাণের পরশ
দুয়ার খোলা ভালবাসার আলো। 

 

ডালে ডালে তালে তালে শিমুল ভাই পলাশ ভাই
পারুল বোন জারুল বোন গান ধরেছে,দেশ জেগেছে
দেশ জেগেছে দেশ জেগেছে দেশ জেগেছে।