মহান বিজয়
লাল সবুজে একটি জাতীয় সংগীত
প্রতিযোগিতায় উত্তীর্ণ হবার প্রতীক।
পরাজিত করে জয়ের উৎসব গীত
বিজয় মানে একটি শক্ত ভিত।
বিজয় সৌভাগ্যের অনুভব সুখানুভূতির
বিজয় কত মহৎ কত আনন্দ ফুর্তির।
বিজয় নীলিমার যত নীল সাগর সুনীল
ডানা মেলে উড়া আকাশে শঙ্খচিল।
বিজয় মানে কিশোরীর অবাধ ডুবসাতাঁর
স্বপ্ন দেখা লক্ষ শহীদের স্মৃতির মিনার।
খোকার পথ চেয়ে মায়ের চোখের জল
বিজয়, মিষ্টি রোদে শীতের সাতসকাল।
বিজয়, আগুন লাগা যৌবন কিশোরীর
কবি নজরুলের চির উন্নত মম শির।
বিজয়, ফাল্গুনে দখিনা অলস সমীর
নব বধূর সোহাগে আবেশিত মদির।