অতঃপর বিজয়
আমি গর্ভবতী ছিলাম নয়টি মাস।
উচ্ছৃঙ্খল হায়েনার বিষাক্ত হুল আমাকে রক্তাক্ত করে অকাল গর্ভপাত করতে চেয়েছিল।
অসহ্য যন্ত্রণার প্রতিটি প্রহর ছিল ভয়ার্ত,বীভৎস। দাঁত ও নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত ছিল আমার মা বোনের শরীর।
বুলেটে ঝাঁঝরা করা আমার বাবা,ভাইয়ের অসাড় দেহ আর রক্তাক্ত পতাকা নিয়ে উদরপূর্তি করছিল দানবেরা।
বদ্ধভূমি থেকে ভেসে আসছিল লাশ পঁচা গন্ধ।
আমার গোয়াল ভরা গরুর প্রজ্বলিত অগ্নি দৃশ্য, পোড়া ধানক্ষেত দেখেও কোনো কিছুতে আমি ছিলাম না ভীতু। আমি ছিলাম অপেক্ষমাণ।
আমি জানতাম আমার জঠর থেকে আসবে একটি তেজ দীপ্ত সূর্য।
আমার ক্লান্ত গুলো হলো অবসান।
অবশেষে হাজার ডিগ্রী কষ্টের টেম্পারেচারে প্রসব করেছিলাম অগ্নিস্ফুলিঙ্গ নির্ভীক বিজয়।