ঠিকানা
খোসা তুমি দানার জন্য জড়িয়ে রেখো আদর
উদ্বাস্তু মায়ের পেটে যেমন থাকে শিশু
পোড়া পালক ওম জড়িয়ে, ঘুমিয়ে থাকে চাঁদ
মুখে রক্ত উঠে মৃত্যু, বাতাসে সংবাদ।
অভুক্ত মা, শক্তিহীন, খাবার পাবে কোথায়?
চলতে চলতে মা মরলে, সন্তানও যাবে মরে
বুলেটবিদ্ধ পরী যেমন, লুটিয়ে পড়ে রাস্তায়।
খোসা তবু পরম যত্নে, জড়িয়ে রাখে দানা
এই বীজ থেকে চারা হবে, বারুদ মাটি
রক্ত মুছে, একদিন নতুন পৃথিবীর ঠিকানা।