Skip to content

১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্ন আমার

স্বপ্ন আমার স্বপ্ন দেখে ঘোড়ায় সওয়ার হয়ে,
ছক্কা হাঁকায় গোল করে যায় জয়গীতিটা গেয়ে।
স্বপ্ন আমার আলেকজান্ডার বীরের বেশে চলে,
দু:খটাকে কান মলে দেয় সুখের কেচ্ছা বলে।

স্বপ্ন আমার চোখ ধু'তে যায় নায়াগ্রারই জলে,
হিমালয়ে উছলে ওঠে ওড়ায় নীলাচলে।
স্বপ্ন আমার বান্ধুলি ফুল রঙটি সিঁদুর-লাল,
হিম সাগরের মানিক রতন মায়ার বেড়াজাল।

 

স্বপ্ন আমার প্রজাপতি পাখায় রঙিন গান,
পাপড়ি মেলা ফুলের মেলায় নিত্য অভিযান।
স্বপ্ন আমার সাইবেরিয়ার শীত কাঁপানো পাখি,
সূর্য-ডেরায় যায় ওড়ে যায় আলোর মাখামাখি।

স্বপ্ন আমার চাঁদের শরীর সূর্যের কেরদানি,
রাতের কণ্ঠে প্রাতের গীতি আলোর হাতছানি।
স্বপ্ন আমার তাবৎ শিশুর কৌতূহলী চোখ,
আঁধার মেড়ে সামনে চলা ছোঁয়ায় আকাশলোক।

স্বপ্ন আমার জ্ঞানের রাজ্যে মহান অধিপতি,
জীবন সাজায় আলোর রঙে সব জয়েরই জ্যোতি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ