প্রকৃতির রূপ দেখি
মনের মাঝে যখন কারো লাগেনা আর ভালো
তখন তোমরা কি করো ভাই? আমায় একটু বলো
আমি তখন যাই চলে ভাই প্রকৃতির ঐ মাঝে
এই মনেতে তখন আমার সুখের সুর যে বাজে।
নদীর পাড়ে গেলে আমার ভীষণ ভালো লাগে
মাঝি ভাইয়ের নৌকা দেখলে সুখ যে মনে জাগে।
নীল আকাশের পাখি দেখলে দুঃখ সবই পালায়
সবুজ বাংলার রূপটা আমার মনের শান্তি বাড়ায়।
মনটা যদি খারাপ থাকে ফুলবাগিচায় যাই
সেথায় গেলে দেখি আমি মনের দুঃখ নাই।
ধানক্ষেতের ঐ রূপ দেখলে কষ্ট যাই সব ভুলে
নীল আকাশে চেয়ে থাকি রূপের পাগল বলে।
জোস্নারাতে চাঁদের আলোয় মনে খুশি আসে
জোনাকিদের খেলা দেখতে দাড়াই ঝোপের পাশে।
হঠাৎ করে মনটা যদি খারাপ লাগে বেশী
প্রকৃতির রূপ দেখো তোমরা লাগবে মনে খুশি।