স্বাধীনতা
আমার ভেতরে জমাট বেঁধে আছে দেশ
ওগো নদী, তুমি তাকে মুক্তি দাওl
তীর ছেড়ে যাওয়া তরী, যদি ভুলে যায় যাত্রীর মুখ
সন্ধ্যাবেলা কোনো পাখি খুঁজে পাবে না তার ঘরl
আমার ভেতরে ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ মৃত মুক্তিকামী মানুষl
ওগো ভোরের বাগান, প্রতিটি শরীরের ওপর
তুমি একটি করে গাছ তুলে দাওl
আকাশে উপচে পড়া, ডালপালা মেলা মানুষের মূল্যবোধের গাছl
ফুলের পায়ে পায়ে, কেউ যেন কখনো আর কোনো শেকল পরাতে না-পারেl
ধানের মাঠ চুরি করে, কেউ যেন কারো পেটে চেপে দিতে না-পারে পাথরl
আমার ভেতরে প্রতিটি বারুদকাঠির মুখে রং
বিরহ দিয়ে যারা, বৈরাগ্যের বর্ণ টেনে আনেl
প্রেম দিয়ে সাজায়, মাটির ওপর শব্দের ঘরl
বাক্যের মুখে রক্ত উঠলে, নৈঃশব্দ্যে হারিয়ে যায়l
আমার দেশের ভেতর, আমাকে জাগিয়ে দাও
জাগিয়ে রাখো, ওগো সূর্য, ওগো চাঁদl
স্বাধীনতা যেন অস্ত না-যায়, ব্যথার করাল থাবায়l
গরল যাতে ভাসিয়ে না-তোলে মৃত মাছেদের শবl
কবিতা যেন উঠোনে চিলতে রোদ
জোছনার মতো উছলে পড়ে দাওয়াইl