বাবা
বাবা তুমি শুয়ে আছো,
ছোট্ট মাটির ঘরে,
তোমার কথা মনে হলে,
চোখের পানি ঝরে।
কেমন করে গেলে চলে
আমায় একা করে,
তোমার হাসি মনে হলে
বুকটা যে যায় ভরে।
কতো আদর দিছো বাবা
মায়ার বাধন দিয়ে,
আমায় তুমি ভুলে গেলে
কবর দেশে গিয়ে।
তোমার শাসন তোমার বারন
খুঁজে ফিরি আজও
তোমার মতো ভালোবাসা
দিবেনা আর কেহ।
দোয়া করি ওগো আল্লাহ
আমার বাবার জন্য,
কবর দেশে রেখো সুখে
হবো আমি ধন্য।